চুনারুঘাটে নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 June 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রতিনিধিদের প্রথম মানিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন)উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনের প্রথম অধিবেশনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যানদ্বয় খাইরুন আক্তার ও আব্দুল কাইয়ুম তরফদার ও উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তর প্রধানগণের প্রথম সমন্বয় সভা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। এবং পরবর্তীতে নির্বাচনে পরবর্তী মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ২নং আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’ওয়াহেদ আলী মাস্টার,৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান চৌধুরী,৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দালুর রহমান,৯নং রানীগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম,অফিসার ইনচার্জ হিল্লোল রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ,সৈয়দ মোদাব্বের হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, পল্লী বিদ্যুৎ জোনাল ডিজিএম জুনাইদুর রহমান,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়াসহ অন্যান্য দপ্তরের প্রতিনিধি ও কর্মকর্তাগণ।

উপস্থিত ১৭টি দপ্তরের কর্মকর্তা, পৌরসভা,১০টি চেয়ারম্যানগণদের নিয়ে আগামী পাঁচ বছর নাগরিক সেবা ও অধিকার বাস্তবায়নে বিশদ আলোচনা করা হয়।