চুনারুঘাটে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কতৃক ৩ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কতৃক ৩ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রদান

Link Copied!


এফএম খন্দকার মায়া : চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মন্দির ও কবরস্থান উন্নয়নে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কতৃক ৩ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রদান।
প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার কতৃক সাক্ষরিত এই অনুদান প্রদান করা হয়।
জানা যায় অর্থ নৈতিক গবেষক চুনারুঘাটের কৃতি সন্তান মোস্তফা মোর্শেদ এর পৃষ্ঠপোষকতায় এই আর্থিক সহায়তা ফেলো উক্ত প্রতিষ্টানগুলো।তিনি প্রতিবারেই ছুটিতে আসলে নিজ উপজেলায় অবহেলিত ধর্মীয় ও অবক্ষয় মূলক কাজের উন্নয়ন কল্পে লিষ্ট করে নিয়ে যান।এবং আর্থিক ভাবে সহায়তা করার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় এই অনুদান গুলো।
উল্লেখ্য যে, প্রতিষ্টান সেগুলো হলো ইনাতাবাদ এলাহি বক্সবাড়ির কবরস্থান উন্নয়নে ৪০ হাজার টাকা,বিশ্রাবন কবরস্থান উন্নয়নে ৪০ হাজার টাকা ,দক্ষিণ মিরাশি আইয়ুব আলীর বাড়ির পাশের কবরস্থান উন্নয়নে ৪০ হাজার টাকা,পশ্চিম ইনাতাবাদ জামে মসজিদে ২৫ হাজার টাকা,বেলাল রঃ জামে মসজিদ রাজারবাজার ৪০ হাজার টাকা,রাখি জামে মসজিদ রাজার বাজার ৪০ হাজার টাকা,মধ্য ইনাতাবাদ জামে মসজিদে ২৫ হাজার টাকা,মিরাশি মধ্যপাড়া জামে মসজিদে ৪০হাজার টাকা,কাইয়ারাগ জামে মসজিদ মিরাশি ৪০ হাজার টাকা প্রদান করা হয়।