চুনারুঘাটে দেড়শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 June 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে দেড়শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Link Copied!

মুহিন শিপনঃ  চুনারুঘাটের উপজেলার দিয়াগাও গ্রামে রাতের আধারে দেড়শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১মে) দিবাগত রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নের দিয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাগানের মালিক এডভোকেট বদরুল হাসান শাহিন মঙ্গলবার চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাযায় বাগান মালিক কয়েকবছর পূর্বে শায়েস্তাগঞ্জ – বাল্লা রেললাইনের পাশে তার জমিতে আম, জাম, কাঠাল, কলা সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের দেড়শতাধিক চারা রোপন করেন। সম্প্রতি ওই গাছ  গুলিতে ফল ও আসে। সোমবার দিবাগত রাতে দুর্বিত্তরা তার রোপনকৃত সব গাছ কেটে বাগানে ফেলে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বাগানের সব ফলজ ও বনজ গাছ মাটিতে পড়ে আছে। বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।

ছবি : চুনারুঘাটে দেড়শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

খবর পেয়ে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী ঘটনাস্থল পরির্দশন করেন। বাগানের মালিক এডভোভেকট বদরুল হাসান শাহিন জানান বিভিন্ন প্রজাতির ৭০ টি বনজ, ২২ টি ফলজ ও ৭৬ টি কলা গাছ দূর্বত্তরা কেটে ফেলে দেয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে তার।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জানান, গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।