চুনারুঘাটে দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 April 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান

Link Copied!

সাইদুর ইসলাম শুয়েব,চুনারুঘাট  :  হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর  উপহার ও মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি মহোদয় এর দিক নিদের্শনায় বৃহস্পতিবার (২৩এপ্রিল) দেউন্দি চা বাগান, লস্করপুর চা বাগান, ও কাপাই চা বাগানে  ১১০০ শত অসহায় দরিদ্র,  কর্মহীন  চা শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে  ১০ কেজি করে চাউল বিতরণ করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

ছবি : বাগানের অসহায়দের চা শ্রমিকদেরমধ্যে ত্রাণ তোলে দেয়া হচ্ছে

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং পাইকপাড়া  ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ইউনিয়ন এর ট্যাগ অফিসার  উপজেলা মৎস্য  কর্মকর্তা নয়ন সিদ্দিকী , মেম্বার ও বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ ।

ছবি : দুরত্ব বজায় রেখে ত্রাণ নিতে লাইনের দাঁড়ালেন চা শ্রমিকরা

এসময উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, পর্যায়েক্রমে চুনারুঘাট উপজেলা সব কয়টি বাগানে এই ত্রান সহায়তা পৌছে দেওয়া হবে।