এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দু’দিনব্যাপী ফলগাছ রোপণ পরিচর্যা কার্টিং গ্রাফটিং লেয়ারিং বিষয়ে দুই ব্যাচে প্রশিক্ষন উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এই কর্মসূচির উদ্বোধন করেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেপি (জাইকা) এর সহায়তায় চুনারুঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নের ফলগাছ রোপণ পরিচর্যা কার্টিং গ্রাফটিং লেয়ারিং বিষয়ে দুই দিনব্যাপী দুই ব্যাচে মোট ষাট জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষন দেওয়া হবে।এতে করে বর্তমান সরকারের ভিশন প্রতিটি বাড়ির আঙিনায় এই সকল কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও এই প্রশিক্ষনের ফলে দক্ষতার সাথে যেকেউ তার বেকারত্ব দুর করতে ও নিজেকে কর্মক্ষেত্রে ধাবিত করতে পারবে। এই প্রশিক্ষন কর্মসূচি চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত।
এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, হবিগঞ্জ জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন ও অতিরিক্ত উপ পরিচালক শষ্য ছোট মোহাম্মদ জালাল উদ্দীন প্রদান ও উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন সরকার প্রমুখ।