এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৯নং রাঁনীগাও ইউনিয়নের দুই গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
শনিবার (৮ আগষ্ট) সকালে ৯নং রানীগাঁও ইউনিয়ন হল রুমে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর উপস্থিতিতে এই শালিসি বিচার অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত রানীগাও ও পারকুল গ্রাম এর মধ্য বিরোধ চলে আসছিল। স্থানীয় বাসিন্দা ও মুরুব্বিদের দফায় দফায় আলোচনা হলেও কোন ভাবেই যেন নিষ্পত্তি হচ্ছিল না দুই গ্রামের বিরোধ। এই নিয়ে যেকোন সময় ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। যা স্থানীয় ও মুরুব্বিদের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর জানতে পারেন। এবং নিজ মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি করার আশ্বস্ত করেন।কথা মতে আজ উভয় গ্রামবাসী ও স্থানীয় মুরুব্বি নেতৃবৃন্দের নিয়ে বসেন। দীর্ঘ আলাপ আলোচনা সমালোচনার পর নিষ্পত্তি করতে সক্ষম হন।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও রানীগাও ইউনিয়নের স্থানীয় মুরুব্বি ও নেতৃবৃন্দগন।
এ সময় সকলে চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এর প্রশংসা করেন। এবং পুনরায় এমন ঘটনা ঘটবেনা বলে আশ্বস্ত করেন।