চুনারুঘাটে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার।

Link Copied!

 



চুনারুঘাটে জবরদখল করা সরকারি খাস জমি উদ্ধার করতে মাঠে নেমেছে প্রশাসন। এবং পৃথক পৃথক দুটি অভিযানে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা যায়, চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখোলা এলাকার মরা খোয়াই নদী দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নদী দখল করে মাছ চাষ করে আসছিল।

 

এদিকে, উপজেলার শানখোলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ঘেঁষা পানছড়ি এলাকায় ৫৮.৫০ একর সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করেছে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট ইউএনও সত্যজিত রায় দাশ, এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত প্রমুখ। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। তারই অংশ হিসেবে অভিযান চলছে। সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।