চুনারুঘাটে থামছেনা মাদক পাচার, জব্দ ৩০ কেজি গাঁজা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে থামছেনা মাদক পাচার, জব্দ ৩০ কেজি গাঁজা

Link Copied!

 

 



মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের সিমান্তবর্তী এলাকা নালুয়া চা বাগানের বড় বাংলার পাশের এলাকায় বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে। ঐ এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে মাধক ব্যবসা যেন ছেলের হাতের মুয়া।

বিজিবি ও চুনারুঘাট উপজেলা প্রশাসনের চিরুনী অভিযানকে হাড় মানিয়ে ফেলেছে মাদক ব্যবসায়ীরা। এত কঠোরতার মধ্য দিয়েও মাদক পাচার কিছুতেই থামছেনা। প্রশাসন কঠিন থেকে কঠিনতরে অবস্থান করলেও পাচারকারীরা কিছুতেই থামছে না।

বুধবার (০৭ জুলাই) দিবাগত রাত ৯ ঘটিকার সময় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক নায়েক আবুল হোসের নেতৃত্বে বড় বাংলা নামক স্থানের পাশে থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগে থেকেই পালিয়ে যায়। ফলে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। অবশেষে উক্ত ৩০ কেজি গাঁজা হবিগঞ্জ হেডকোয়ার্টারে নিয়ে আশা হয় বলে বিজির নায়েক আবুল হোসেন সত্যতা নিশ্চিত করেন।