চুনারুঘাটে ত্রিপুরা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 11 July 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ত্রিপুরা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

Link Copied!

মোঃ আলফু আহমেদ  :  করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি পূর্ণ শাটডাউন চলাকালীন সময়ে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন রেমা-কালেঙ্গা  গরম ছুড়ি এলাকায় হত দরিদ্র বসবাসরত ত্রিপুরা ৬০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ও লবণ দিয়ে কর্মবিমুখ ত্রিপুরার মানুষের পাশে দাঁড়ালো বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ।
উক্ত খাদ্য সহায়তায়  উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনব দেব বর্মা, সাধারণ সম্পাদক সুমন দেব বর্মা, কোষাধ্যক্ষ স্বপন কুমার সাওতাল,হেডম্যান চিত্র দেব বর্মা।

ছবি : অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চিত্র দেব বর্মা

খাদ্য সহায়তায় ত্রান সামগ্রী গ্রহণ করেন সুনিল, বিরন,সেলেন,প্রদীপ, সুরেশ,বুধু, শাশি,বিশ্ব, রানীয়া,রুবেল,, পঞ্চলক্ষী সহ মোট ৬০ টি পরিবারের সদস্যরা।
উপস্থিত বক্তব্যে দেব বর্মা সরকারি আইন মেনে চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত লক্ষ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সবার প্রতি সামাজিক দূরত্ব, সরকারি নিয়ন মেনে নেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন যদি কোনো অসহায় পরিবার খাদ্য না পায় এই শাটডাউন চলাকালীন সময়ে তাহলে নিজেই তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।