চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে সাংবাদিকের তথ্য প্রযুক্তি আইনে মামলায় ভুয়া ফেইসবুক একাউন্টের হোতাকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার (২৮ এপ্রিল) মূল হোতা দিদার মিয়াকে আমুরোড নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে চুনারঘাট থানা পুলিশ।
জানা যায়, দিদার মিয়া ফেইসবুকে মুন্নি মুন্নি নামে একটি ভুয়া একাউন্ট খুলে উপজেলার অনেক সম্মানী ব্যাক্তিদের নামে কুরুচিপূর্ণ কথা এবং মানহানীকর পোস্ট করত। তেমনি করে ২ নং আহমাদাবাদের ইউপি চেয়ারম্যান আবেদ হাসান সনজু চৌধুরী,এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,সাংবাদিক আজিজুর রহমান নাসিরের নামেও কুরুচিপূর্ণ মিথ্যা কথা দিয়ে পোস্ট করেন তিনি।
পরে বিষয়টি তাদের নজরে আসলে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু নিজে বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে চুনারঘাট থানায় মামলা করেন,মামলার সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করে।