চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ১০ হাজার বৃক্ষ রোপন উদ্বোধন-জেলা প্রশাসক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 4 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ১০ হাজার বৃক্ষ রোপন উদ্বোধন-জেলা প্রশাসক

Link Copied!

এফএম খন্দকার মায়া চুনারুঘাট :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রবেশ মুখ সাতছড়ি থেকে নতুনব্রীজ পর্যন্ত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

আজ (০৪ জুলাই) দিনব্যাপী কার্যক্রমে মুজিব বর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলার প্রধান প্রধান সড়কে সৌন্দর্যবর্ধনে রাস্তার উভয় পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। জানা যায় চুনারুঘাট উপজেলা কর্তৃক গৃহীত উপজেলার প্রধান সড়কে সৌন্দর্যবর্ধনে রাস্তার উভয় পার্শ্বে ১০,০০০ বৃক্ষরোপনের কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ কামরুল হাসান।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার।

এ সময়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সাতছড়ি থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, মিনজিরি সহ অন্যান্য বৃক্ষ রোপন করা শুরু হলো। পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।