এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে ডোর টু ডোর স্বাস্থ্যসেবা মাস্ক ব্যবহার সামগ্রিক বিষয়ে গ্রামীণ মহিলাদের চুনারুঘাট তথ্যসেবা কেন্দ্রের উৎসাহ প্রদানে কাজ করছে তথ্যসেবা টিম।
রবিবার (১২ থেকে ১৮ অক্টোবর) দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন চুনারুঘাট তথ্যসেবা কেন্দ্র কর্মকর্তা সোনালী রাণী ও তথ্যসেবা টিম।
জানা যায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে),মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও জাতীয় মহিলা সংস্থা এর বাস্তবায়নে এই কার্যক্রম চলমান রয়েছে।ঢাকাস্থ প্রধান কার্যালয়ের অধিনে চোষট্রিটি জেলার চরশত নব্বইটি উপজেলা এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা,বিনামূল্যে চাকরির খবর,আবেদন ফরম পুরন,মহিলাদের দিকনির্দেশনা দেয়া, উদ্যোগী করা, বাল্যবিবাহ প্রতিরোধ,আইনগত সহায়তা, সরকারি সেবার সহজলভ্য করা,ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং,ই লার্নিং, ই কমার্স,জেন্ডার ও কৃষি বিষয়ক সমস্যার সমাধান সহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবা গ্রহীতার কথোপকথনের মাধ্যমে সেবা প্রদান করা নিয়ে কাজ করে যাচ্ছে।
এ সময়ে সাথে ছিলেন সহকারী নিলুফা ইয়াসমিন প্রমুখ।