এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঐতিহ্যবাহী দক্ষিনাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনের পর শুরু হলো সংস্কার কাজ।
সোমবার (২৭ জুলাই) সকালে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু ও ব্যারিষ্টার সায়েদুল হক সুমন মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন।
জানা যায়, মহামারি করোনাভাইরাস যখন ভয়াবহ আকার ধারন করে তখন উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার একমাত্র দৈনন্দিন বাজর অস্থায়ী ভাবে এই মাঠে স্থানান্তর করা হয়।তারও পূর্বে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার প্রস্ততি সম্পূর্ণ করা হয়। তবে মহামারি করোনাভাইরাসের কারনে সেই পূর্ণ প্রস্ততি নেয়া শিল্প ও বানিজ্য মেলা স্থগিত হলে শুরু হয় অস্থায়ী বাজার ব্যবস্থা।
ফলে বিভিন্ন রকম গাড়ি ও বৃষ্টির কারনে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পরে। যার ফলে পৌরসভার ভিতরে একমাত্র খেলার মাঠ নিয়ে গণযোগাযোগ মাধ্যমে বেশ রসাল অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় প্রতিনিধি, ক্রিড়া সংস্থা সহ গন্যমান্যব্যক্তির নজরে আসলে অবশেষে সংস্কারের উদ্যোগ নেন সৈয়দ সায়েদুল হক সুমন সহ নেতৃবৃন্দগন। তারপর শুরু হয় মাঠ সংস্কার কাজ।
এ বিষয়ে স্থানীয় ক্রিড়া প্রেমিক সহ অনেকেই দাবি জানান পরবর্তীতে যেন আর এই ধরনের ক্ষতিকারক সিদ্ধান্ত না নেয়া হয়।