চুনারুঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন

অনলাইন এডিটর
December 12, 2020 8:00 pm
Link Copied!

ছবি: চুনারুঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন

 

নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট ।। চুনারুঘাট উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় ” যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসন চুনারুঘাট এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন করা হয় এবং ওয়েবিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট জনাব সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জুম কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুনারুঘাট। আরো উপস্থিত ছিলেন জনাব মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, জনাব আকবর হোসেন জিতু, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চুনারুঘাট উপজেলা শাখা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা,বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।