হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ডিজিটাল উদ্ভাবনি মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক আগামী ৯ নভেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক উদ্দিন চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম,বর্তমান সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, ওয়াহেদুল ইসলাম জিতু,এডভোকেট মোস্তাক বাহার,ফারুক মাহমুদ,উপজেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংবাদিক নোমান আহমসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।