চুনারুঘাটে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 January 2024

চুনারুঘাটে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ সুপার হায়াতুন নবী। বুধবার (১৭ জানুয়ারি)সকালে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভুক্তভোগী এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ঘটে যাওযা ডাকাতির ঘটনা স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ সুপার হায়াতুন নবী,ইনস্পেকটর আব্দুল মালেক পিপিএম,পরিদর্শনে আসেন।এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায় সহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এস আই সাফায়াত হোসেন,এস আই আব্দুল আহাদ প্রমুখ।

জানা যায়,গত সোমবার (১৫জানুয়ারি) মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্ত ডাকাতরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বসতঘর ছাড়াও পার্শ্ববর্তী ঘরে ডুকে বাড়িতে থাকা সদস্যদের বিভিন্ন অশ্রুের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা,অলংকারসহ প্রয়োজনীয় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার জিনিস চুরি করে নিয়ে যায়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়