চুনারুঘাটে টিউবওয়েলের পানি নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে নারীসহ আহত-৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে টিউবওয়েলের পানি নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে নারীসহ আহত-৩

অনলাইন এডিটর
August 19, 2020 4:41 pm
Link Copied!

ছবি: আহত হনুফা বেগম।

 

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী (বাগাডাইয়া) গ্রামের মৃত আঃ আহাদ (ছন্দু) মিয়ার পুত্র সুবেল মিয়া (২৭) ও তার স্ত্রী হনুফা বেগম (২৩) এবং একই গ্রামের মৃত আবুল মিয়ার কন্যা আহত হনুফা বেগমের বড় বোন সেলিনা বেগম (২৫) কে লাঠিসোটা নিয়ে গুরুতর আহত করে ঐ গ্রামেরই মৃত মন্না মিয়ার পুত্র রহিম মিয়া (৪০) ও মালু মিয়ার পুত্র বাবুল মিয়া (৩৮)।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানান, বাবুল মিয়ার পুত্র ও সুবেল মিয়ার পুত্র টিউবওয়েলের পানি নিয়ে খেলা করলে একসময় তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এরই মাঝে হঠাৎ করে বাবুল মিয়া ও রহিম মিয়া তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে নিরীহ ঐ পরিবারকে রক্তাক্ত করে। অবশেষে এলাকার স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।অতঃপর তাদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে ইউপির ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব শফিকুর রহমান সাফু’কে ফোন করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, বিষয়টি সম্পর্কে আহত সুবেল মিয়া আমাকে ফোন করে জানালে আমি তাদের প্রথমেই চুনারুঘাট সদর হাসপালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পাঠাই এবং বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করার ব্যপারেও পরামর্শ দেই। বর্তমানে তারা চুনারুঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অতঃপর এ বিষয়টি চেয়ারম্যান আবেদ হাসনাত সন্জু চৌধুরী সাহেবকেও অবগত করেছি। তিনি বিষয়টি স্থানিয় সামাজিক বিচারের মাধ্যমে সমাধান করবেন বলে আস্বস্থ করেছেন।