চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৬ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 18 January 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

রায়হান আহমেদ
January 18, 2023 9:02 pm
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ছয় জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) সকালে জেলার চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স পরিচালনা করে মাদক ব্যবসায়ী মর্জুত আলীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরে বিকেল ৫টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীকালুর মাজার সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মোঃ কফিল উদ্দিন (৪৫), মোঃ মাখন মিয়া (৪০), মোঃ শুকুর আলী (৩০), গোলাম মোস্তফা (৩৬) এবং মোঃ শাহজাহানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।