চুনারুঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২২ উদযাপন করা হয়েছে।
সোমবার (২৫) এপ্রিল) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
সভা পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ডাঃ মোজাম্মেল হোসেন।
উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, মৎস কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ১ নং গাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব, উপজেলা স্বাস্থ্য বিভাগের সিও শেখ জসিম প্রমুখ।