চুনারুঘাটে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার রাজীব ও ব্যারিস্টার সজিব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 11 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার রাজীব ও ব্যারিস্টার সজিব

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি।। চুনারুঘাট উপজেলার ৭০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রীর প্রদান করা হয়েছে । এসব খাদ্যসামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হাই রাজীব ও বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইমরানুল হাই সজীব। তারা দুজনেই শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান, চুনারুঘাটের কৃতিসন্তান বিচারপতি মোঃ আব্দুল হাই এর ছেলে।

ছবিঃ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

আজ সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিতরণ সভায় উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, চুনারুঘাট উপজেলা পরিষদ সি,এ ওয়াহিদুল ইসলাম সুমন সহ মুক্তিযুদ্ধারা।

খাদ্য সামগ্রীর মধ্যে যা ছিল- ১০কেজি চাল, ৩ কেজি আলু, ২কেজি ডাল, ১ লিটার তেল, ১ লিটার দুধ উপহার প্রদান করেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১ম ধাপে ১০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে।