চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 25 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত ৩

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি  : জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ভাতিজার সংঘর্ষে মহিলা সহ তিন জন আহত হয়েছেন।

বুধবার(২৪জুন) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কোণাগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কোণাগাঁও গ্রামের মৃত আঃ রফিকের স্ত্রী পারভীন আক্তার (৪৫), পুত্র জুনাইদ মিয়া (২২) মৃত আলফি মিয়ার পুত্র মানিক মিয়া (৫৫)।

আহতদের সকলেই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে গুরুত্বর আহত পারভীন আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দু’পক্ষের কাছ থেকে পৃথক বক্তব্য পাওয়া যায়।

আহত পারভীন আক্তার জানান, ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব জের ধরে তার আপন দেবর মানিক মিয়া গালাগালি শুরু করলে তার ছেলে জুনাইদ প্রতিবাদ করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে মানিক মিয়া তার ছেলে রাজিব মিয়া ও পরিবারের অন্যান্য সদস্য সহ দা লাঠি নিয়ে তার উঠানে এসে হামলা করে। এতে তারা মা ছেলে আহত হন।

মানিক মিয়া বলেন, হাস মুরগী নিয়ে ঝগড়া হলে জুনাইদ তার উপর হামলা করে। এবং নিজেরা নিজেদের শরীরে আঘাত করে হাসপাতালে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আজাদ মিয়া জানান, বিধবা পারভীন তার মৃত স্বামীর স্বজনদের না জানিয়ে ২য় বিয়ে করায় এ ঘটনাটি ঘটে।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বিষয়ে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।