চুনারুঘাটে জমি দখলের চেষ্টায় বাধা দেয়ায় মা-পুত্রসহ ৩ জন আহত। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে জমি দখলের চেষ্টায় বাধা দেয়ায় মা-পুত্রসহ ৩ জন আহত।

Link Copied!

 

মোঃ খায়রুল ইসলাম সাব্বির :: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লালকেয়ার গ্রামের আ: কদ্দুছের জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে একই এলাকার কতিপয় ব্যক্তি।

এ সময় জমির মালিক আঃ কদ্দুছের স্ত্রী রহিমা খাতুন (৪২), পুত্র রুবেল মিয়া (২৮) ও লুতু মিয়া (৪৪) বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। এলাকাবাসীরা আহতদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত আ: কদ্দুছের স্ত্রী রহিমা খাতুন এবং ছেলে রুবেল মিয়া জানান, এলাকার আলাউদ্দিন গংরা হঠাৎ করে তাদের জমি জোর পূর্বক দখলের পায়তারা করে। এতে তারা বাধা দিলে আলাউদ্দিন গংরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর কাছে জানার উদ্দেশ্য ফোন করলে করলে উনি ফোন রিসিভ করেনি।