চুনারুঘাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন উপলক্ষে ক্যাম্পিং অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 3 October 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন উপলক্ষে ক্যাম্পিং অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পারকুল চা বাগানের উক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পিং এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।

উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এসময় এসডিজির একটা টার্গেট রয়েছে ২০৩০ এর মধ্যে শতকরা ৮০ ভাগ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে হবে।

জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার কথা রয়েছে।

তবে, বিষয়টিকে আরো কার্যকর করার জন্য এবং সাধারণের মধ্যে সচেতনতা আনয়নের জন্য এখন পৃথক দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীগণ।