আামর হবিগঞ্জ নিউজ : করোনা ভাইরাস যেখানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেখানে চুনারুঘাটের চা বাগান শ্রমিকদের মধ্যে কোনো ধরণের সচেতনতা কার্যক্রম চোখে পড়েনি ।এমনকি তাদের কাছে পৌছোয় কোন করোনা বিষয়ক বার্তা। কিন্তু এই শ্রমজীবী মানুষদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। তাদের সারাদিনে যে মজুরি পায় সেটা দিয়ে নুন আনতে পানতা ফুরায় অবস্থা।করোনা ভাইরাস মোকাবেলায় ৩য় দিনের মত হবিগঞ্জ ছাত্র ইউনিয়ন চুনারুঘাট লালচান্দ চা বাগানে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে। শুক্রবার (২৭মার্চ) দুপুরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এই বিষয়ে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রণব কুমার দেব আমার হবিগঞ্জকে বলেন, আমাদের সমাজের সবচেয়ে নির্যাতিত শোষিত শ্রেণির মানুষ হল চা বাগানের মানুষ। তাই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা ৩য় দিনের মত হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।