চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে চোরাই সিলিকা বালু পরিবহন ও পাচারের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে পৌর শহরের উত্তর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ট্রাক্টরভর্তি সিলিকা বালুসহ ড্রাইভার ও ট্রাক্টরের মালিক বালু পাচারকারীকে আটক করেন।
আটকৃতরা হলেন বালু পাচারকারী উপজেলার বণগাঁও গ্রামের শাহিন মিয়া (২৮) ও ট্রাক্টর ড্রাইভার গংগানগর গ্রামের আকরাম মিয়া (২২)।
রাতেই চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, চুনারুঘাট উপজেলায় সিলিকা বালুর ইজারা নেই। যে কেউ সিলিকা বালু পাচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।