চুনারুঘাটে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 March 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ

অনলাইন এডিটর
March 23, 2020 11:38 am
Link Copied!

তারেক হাবিব, হবিগঞ্জ : চুনারুঘাটে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।  রোববার ২২ মার্চ রাতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাজে সুতাং গ্রামের আব্দুল হকের পুত্র মোতাব্বির হোসেন (২৫) ও পাইকুড়া গ্রামের সুরত আলী পুত্র আক্তার মিয়া (২৮) কে আটক করে।  এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণের চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা যায়, উদ্ধারকৃত মালামাল গত ২১ মার্চ রবিবার মধ্যরাতে একদল সঙ্গবদ্ধ চোর পাইকুড়া গ্রামের মারাজ লস্করের স্ত্রী শাহেনা আক্তারের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে উল্লেখিত মালামাল নিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বাদিনী শাহেনা আক্তারের অভিযোগে পুলিশের অভিযানে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।