চুনারুঘাটে চিতা বিড়াল জনতার হাতে আটক : বনবিভাগে হস্তান্তর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 28 February 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে চিতা বিড়াল জনতার হাতে আটক : বনবিভাগে হস্তান্তর

Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চিতা বিড়াল (মেছোবাঘ) জনতার হাতে ধরাশায়ী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কাচামালের বাজারস্থ ইফতি এন্টারপ্রাইজের পিছনে মোশাহিদ নামে মুদি দোকান ব্যবসায়ীর দোকানের ভেতর থেকে চিতা বিড়াল (মেছোবাঘ) টি উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়,মোশাহিদ নামের মুদি দোকানি প্রতিদিনের মত আজও ভোর বেলা দোকান খুলতেই মানুষের নড়াচড়া পেয়ে দৌড়ে গিয়ে চিতা বিড়াল (মেছোবাঘ) টি দোকানে ডুকে পড়ে।এমতাবস্থায় দোকানের কর্মচারী বিড়াল ভেবে ধাওয়া দিলে চিতা বিড়াল টি এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করতে শুরু করলে দোকানি বুঝতে পারে যে এটি সাধারণ বিড়াল নয়।

উপস্থিত তার চিৎকারে লোকজনের সমাগম ঘটলে প্রশাসন কে অবগত করা হয়।

পরবর্তী তে আটকে পড়া চিতা বিড়াল (leopard cat) বনবিভাগের সহায়তায় নিরাপদে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,অফিসার ইনচার্জ আলী আশরাফ সহ বনকর্মকর্তা,আনসারসহ থানা পুলিশ টিম।