নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে উপেন ভৌমিক (৩০) নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। উপেন ভৌমিক উপজেলার নালুয়া চা-বাগানের পূর্ব ঠিলার সহদেব ভৌমিকের পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়ে উপেন ভৌমিকসহ তাদের পরিবারের সদস্যরা। পরে সকাল গড়িয়ে দুপুর হলেও উপেনের ঘর থেকে কোন সাড়াশব্দ না আসায় তারা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এখনও তার কোন কারণ জানা যায়নি।