চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 May 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

Link Copied!

চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য যৌথভাবে অভিযান কর্তৃপক্ষ পরিচালনা করেছে। এসময় মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার, প্যাকেট ওজন বেশি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪মে) দুপুরে চুনারুঘাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান খালেক স্টোরকে ৮ হাজার, মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার ও কার্টুনের ওজন বেশি হওয়ার অপরাধে জগন্নাথ মিষ্টি ঘরকে ৮ হাজার, শ্বশুরবাড়ী মিষ্টি ঘরকে ১৫ হাজার এবং জয় মহাদেব মিষ্টি দোকান ২০ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্যের জেলা কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন ও চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।