চুনারুঘাটে চামড়া নিয়ে বিপাকে মানুষ : নষ্ট হচ্ছে গরীবদের হক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে চামড়া নিয়ে বিপাকে মানুষ : নষ্ট হচ্ছে গরীবদের হক

অনলাইন এডিটর
August 1, 2020 10:33 pm
Link Copied!

আবেদ আলী ।। আজ মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ এক ভিন্ন পরিবেশে পালিত হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে গেল ঈদুল ফিতরের মতোই এবারের ঈদটি একেবারে নিরানন্দে কাটাতে হয়। মানুষের মনের মধ্যে ভর করছে আতঙ্ক ও দুশ্চিন্তা।

 

ছবি: ইন্টারনেট থেকে নেয়া পশুর চামড়ার ছবি

 

ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে হাজারো গরু-ছাগল কোরবানি হয়েছে। প্রতি বছর কোরবানির পশু জবাইয়ের পর চামড়া সংগ্রহ করতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও একাধিক খুচরা ব্যবসায়ী বাসা বাড়িতে হাজির হন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিকেল পর্যন্ত অধিকাংশ মানুষই চামড়া বিক্রি করতে পারেনি।কোন কোন গ্রামে দেখা যায় রাত ১০ টা পর্যন্ত চামড়া বিক্রি করতে পারেন নি।

চামড়া সংগ্রহ করতে কেউ না আসায় বিপাকে পড়েছেন কোরবানি দাতারা। এ বেশিক্ষণ চামড়া ফেলে রাখলে তা নষ্ট হয়ে যাবে। ফলে এটি দ্রুত সমাধান করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর মাদরাসা ও এতিমখানার ছাত্ররা ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করতে বের হলেও এই বছর তাদের কাউকে দেখা যায়নি। করোনাভাইরাসের কারণে মাদরাসাগুলো বন্ধ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

অধিকাংশ কোরবানি দাতাদের সাথে আলাপ করে জানা যায়, তাদের কাছে চামড়া ক্রয় করার জন্য কেউই আসে নি, এমনকি এতিমখানা মাদ্রাসার কেউই চামড়া নিতে আসেন নি। তবে, কেউ কেউ আবার তাদের চামড়া খুবই অল্প মূল্যে বিক্রি করেছেন।

কোরবানি দাতারা বলেন, এসব চামড়ার মূল্য গরীব, এতিমখানায় ও মাদ্রাসায় দেওয়া হয়। যা গরীবদের হক কিন্তু চামড়া বিক্রি না হওয়ার কারণে গরীবের হক নষ্ট হচ্ছে।