শুভ মিয়া,চুনারুঘাট : চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ৩ চা শ্রমিক কে গাঁজাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (১২মে) দিবাগত রাতে চিমটিবিল সীমান্তের ১৯৭৫ মেইন পিলারের পাশ থেকে ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করেন ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের।

ছবি : গাঁজাসহ ৩ আসামি
আটক আসামিরা হল- দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের মনো ভুমিক এর পুত্র আকাশ ভুমিক হরিপ্রসাদ ভুমিক এর পুত্র শিপন ভুমিক, বধুয়া কর্মকার এর পুত্র হৃদয় কর্মকার।
এসময় একই এলাকার বিষরাম কাড়া এর পুত্র সঞ্জয় কাড়া ও সানু সাওতাল এর পুত্র আকাশ সাওতাল পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে বিজিবি।