চুনারুঘাটে গাঁজাসহ ২ জনকে আটক করেছে বিজিবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে গাঁজাসহ ২ জনকে আটক করেছে বিজিবি

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি :  চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৮ মে শুক্রবার সন্ধা ৬ টায় সীমান্তের ৭৩ পিলার অদুরে সাড়ে তিন কেজি গাঁজা সহ তাদের কে আটক করা হয়।  চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের দৈনিক আমার হবিগঞ্জকে জানান শুক্রবার ইফতারের পুর্বে  হাবিলদার আনোয়ার এর নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হলে ৭৩ মেইন পিলারের কাছে ছয়শ্রী গ্রামের ফিরোজ আলীর পুত্র কাজল মিয়া (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র জসিম উদ্দিন (২৬) কে ব্যাগ নিয়ে দৌড়ে যেতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারাও পিছু নেন। এক পর্যায়ে ব্যাগ তল্লাশি করে সাড়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করেন।

ছবি : গাঁজাসহ বিজিবির হাতে আটক ২জন

এ সময় একই এলাকার  মোল্লার পুত্র কাসেম ও তামসা মিয়ার পুত্র আঃ হক পালিয়ে যায়। এ ব্যাপারে  আটক ২ ও পলাতক ২জন কে আসামি করে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে বিজিবি।