চুনারুঘাটে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 May 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ  চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি ছনবাড়ি নামক স্থানে  অভিযান চালিয়ে  ৫কেজি গাঁজাসহ দুর্গেশ মোদি (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। দুর্গেশ উপজেলার চাকলাপুঞ্জি বাগানের দীপক মোদির পুত্র ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আলী আশরাফ জানান, শনিবার দিবাবগত রাত আনুমানিক পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল হাসান  হিমন ও এএস আই হাসান এর  নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় চুনারুঘাট থানার একদল পুলিশ।
এ সময় পাচারকালে  পেশাদার মাদক কারবারি দুর্গেশ মোদিকে হাতেনাতে গ্রেফতার করেন তারা।
পরবর্তীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দিয়ে তাকে আদালতে  প্রেরণ করা হয়।