প্রতিনিধি, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ)সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ঃ৩০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গীতিনাট্য ও গণ-সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপজেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগণ গান,কবিতা,শর্ট অভিনয়,নৃত্যের মাধ্যমে দৃষ্টি কারে।পরবর্তীতে উপজেলা প্রশাসনের হল রুমে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা ও জীবনী আলোচনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রুবেল , মেয়র, চুনারুঘাট পৌরসভা, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, আবিদা খাতুন, উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল বিভাগীয় প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজসহ সর্বস্থরের জনগণ