চুনারুঘাট উপজেলায় গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সালাউদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গত রবিবার(৩১ মার্চ) গভীর রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকা হতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
সে উপজেলার জিবধরছড়া এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। পুলিশের দাবি গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ হতে অভিযান পরিচালনা করে চুনারুঘাট মামলা নং-১২(১০)২০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩)/৩০ এর যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ওই ব্যক্তিকে তারা গ্রেফতার করে।