হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খরস্রোতা খোয়াই নদীতে নিখোঁজ ব্যক্তির পরিবারের কাছে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। নিখোঁজের খবর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি স্বচিত্র প্রতিবেদন করলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। এবং প্রতিনিধি মাধ্যমে নিখোঁজের পাঁচ দিন পরে নিখোঁজ ব্যক্তির স্ত্রী রিনা আক্তার (৩০), দু সন্তান ও শাশুড়ী সাথে উপজেলা প্রশাসনের সাক্ষাৎ হয়। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার উক্ত পরিবারকে শুকনো খাবারসহ বিশ হাজার টাকা চেক প্রদান করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গেল সপ্তাহে অতিবৃষ্টি,পাহাড়ি ঢল ও ভারত থেকে আসা পানি খরস্রোতা খোয়াই নদীর পানি বিপর্যয় ঘটে বন্যা প্রাবিত হয়। এতে বুধবার (২০ আগস্ট) দুপুরে গোবরকলা গ্রামের গাজীকালু মাজার সংলগ্ন খরস্রোতা খোয়াই এক ব্যক্তি নিখোঁজ হোন। তিনি ১নং গাজীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গোবরকলা গ্রামের উসমান মিয়ার পুত্র সামছুল মিয়া (৪০)।