চুনারুঘাটের শানখলা ইউনিয়নের শাকিরমোহাম্মদ বাজার থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাল জব্দ করেছে চুনারুঘাট থানা পুলিশ। গত সোমবার (১৫এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর থেকে পাচারকালে ২৯ বস্তা চাল আটক করে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাকির মোহাম্মদ বাজারের মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের গোডাউন থেকে ‘শেষ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা সম্বলিত খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা চাউল উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাইকুড়া এলাকার লাল মিয়ার পুত্র জুয়েল মিয়া ওরফে জাবেদ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই (দারোগার নাম পরে জানানো হবে) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
স্থানীয় একটি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে ভিজিডি, সরকারের খাদ্য বান্ধবসহ নানা কর্মসূচির চাল কতিপয় ইউপি চেয়ারম্যান ও খাদ্য কর্মকর্তাদের মাধ্যমে অসদুপায়ে সংগ্রহ করে বাজারজাত করে আসছিলো। এ ব্যাপারে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গত ২৪ ফেব্রুয়ারী লীড আকারে সংবাদ প্রকাশ করে দৈনিক আমার হবিগঞ্জ।