এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জের চুনারুঘাটে দিনব্যাপী ‘আধুনিক পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনিক ভবন কক্ষে হবিগঞ্জ জেলা সহকারী প্রশিক্ষক হাজেরা খাতুনের উপস্থিতিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ছবি : চুনারুঘাটে খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
জানা যায়, দেশব্যাপী কনসালাটিং ফার্ম উদয়, মির্জাপুর টাঙ্গাইল, এনজিও সংস্থা বাসা হবিগঞ্জের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) এর অর্থায়নে সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস উন্নয়ন প্রকল্প (RAIPA) আধুনিক পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে সিলেট বিভাগের গ্রামীণ জনশক্তি উন্নয়নের পাশাপাশি গ্রামীণ কর্ম ব্যবস্থাপনা শক্তিশালী করনের সরকারের দারিদ্র্য বিমোচনে লক্ষ মাত্রা অর্জনের সহযোগিতা করা ও প্রকল্প এলাকায় জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং দরিদ্রতা দুরি করণ উদ্দেশ্য ব্যাপক কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সিও এলজিইডি আব্দুল হক প্রমুখ।