চুনারুঘাটে কোয়ারেন্টাইনে থাকা চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে কোয়ারেন্টাইনে থাকা চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

সাইদুল ইসলাম শুয়েব,চুনারুঘাট :    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্ডীছড়া চা বাগানে মহামারী করোনা ভাইরাস এর কারনে আভাষ তন্তবায় এর মৃত্যু এবং চাচাতো ভাই অভীষেক তন্তবায় হবিগঞ্জ মেডিকেল কলেজ আইসোলেশনে রয়েছে।  তাদের পরিবার সহ ১৭ টি চা শ্রমিক পরিবার কোয়ারেন্টাইনে থাকার কারনে তারা খুব বিপদে আছে। ঘর থেকে কেউ বের হতে পারছে না। তাই শুক্রবার (১মে)  বিকালে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঐ পরিবার গুলোতে কিছু খাদ্ যসামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তরুন সমাজের অহংকার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী মোহাম্মদ রুমন ফরাজী।

 

ছবি : ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমিকদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে

এসময় উপস্থিত ছিলেন চন্ডীছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি ও আরো অনেকে। রুমন ফরাজী চুনারুঘাট উপজেলার কিংবদন্তী নেতা,ভাষা সৈনিক,বঙ্গবন্ধুর স্নেহধন্য,স্বর্ণ পদকপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাকালীন থেকে বিভিন্ন পদে থাকা ও ২০১৩ সাল পর্যন্ত সভাপতি দায়িত্ব পালন কারী মৃত আলহাজ্ব আজিজুর রহমান ছুরক আলী সাহেবের সুযোগ্য পুত্র। এই মহামারী করুনা কালীন সময়ে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে অনেক ত্রান সহায়তা দিয়ে আসছেন রুমন ফরাজী। করোনা কালীন সময়ের ফাউন্ডেশনের পক্ষ থেকেই চাল,ডাল,তেল পিয়াজ,আলু, মাক্স,সচেতনা মূলক লিপলেট নিয়ে গরিব ও অসহাস মানুষের পাশে রুমন ফরাজী।