মোহাম্মদ হুমায়ূন,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের দক্ষিণাঞ্চলে এ বছরে ঈদ-উল-আযহায় কোরবানীকৃত পশুর চামড়া নিয়ে সবাই বিপাকে পড়েছেন।পাচ্ছেন না চামড়ার ক্রেতা। এতে স্থানীয় জনতার মাঝে সৃষ্টি হচ্ছে ধুম্রজাল। এ বছর কেন ? কোন চামড়া ক্রেতা ক্রয় করতে আসেন নাই তা আমরা বুঝে উঠতে পারছিনা।
রবিবার (২ আগষ্ট) সরজমিনে দেখা যায়, সাদ্দাম বাজার জামে মসজিদের একটি আম গাছের ডালে পশুর চামড়া ঝুলে আছে। অতঃপর ঐ চামড়ার মালিক জনাব আহাদ আলীর সঙ্গে ফোনে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন-আমরা গতকাল সারাদিন চামড়া ক্রেতার অপেক্ষা করেছি। কিন্তু কোন ক্রেতা আসে নাই তাই আজও কোন ক্রেতা না আসিলে চামড়াটি আমরা গর্তে পুঁতে ফেলবো। তাছাড়া সকালে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যে, অনেকই গতকাল (১ লা আগষ্ট) সাড়াদিন চামড়া ক্রেতার জন্য অপেক্ষা করে অবশেষে সন্ধ্যার পর পরিবেশ রক্ষার্থে মাটির গর্হে পুঁতে ফেলেন।

ছবি : চুনারুঘাটে কোরবানিকৃত চামড়া বিক্রি না হওয়ায় এভাবেই গাছের মধ্যে ঝুঁলিয়ে রাখা হয়েছে
এ বিষয়ে উপজেলার গাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলহাজ্ব আবু তাহের দৈনিক আমার হবিগঞ্জ’কে ফোন করে জানান -আমরা গতকাল সারাদিন অপেক্ষা করেছি চামড়া ক্রেতার জন্য। কিন্তু কোন ক্রেতা না আসাতে আমাদের নিজ বাড়িতে কোরবানীকৃত ৩ টি পশুর চামড়া গর্তে পুঁতে ফেলি এমনকি অত্র ওয়ার্ডের প্রায় লোকজনই তাদের পশুর চামড়া এভাবেই গর্তে ফুতে ফেলেন। তিনি আরো বলেন সরকারীভাবে যদি চামড়া ক্রয় করা হতো তাহলে দেশের এ বৃহৎ চামড়া শিল্প রক্ষা করা যেত। এ বিষয়ে জানার জন্য ওয়ার্ডের বর্তমান মেম্বার আঃ মালেক চৌধুরীকে কয়েকবার ফোন করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।