মোহাম্মদ হুমায়ূন,চুনারুঘাট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের শায়েস্তগঞ্জ পুরান বাজারের রংধনু চিত্রালয়ের স্বত্তাধিকারী প্রতিবন্ধী বিনয় কুমার রায় (৬৫) এখন কর্মহীনতায় ভুগছেন। বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল আর্টের আবির্ভাবে হাতে নেই কোন কাজ। তাই পরিবারবর্গ নিয়ে অসহায় হয়ে পড়েছেন এই চিত্রশিল্পী।
মঙ্গলবার (১১ ই আগষ্ট) সরেজমিনে প্রতিবন্ধী বিনয় কুমার রায়ের সঙ্গে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে অসহায় কন্ঠে জানান-বর্তমান আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল মেশিনে বিভিন্ন ব্যানার,সাইনবোর্ড তৈরী হওয়া আমার কাছে কোন কাজই আর আসেনা।
দু’এক সময় মোটর বাইকের নেইম প্লেইটের কাজ হাতে আসলেও তা আর আজ আসেনা। এটিও ডিজিটাল মেশিনে তৈরী হয়ে যায়। স্তব্ধ হয়ে পড়ে আছে আমার রংতুলি। কি আর বলবো বাবা বয়স হয়েছে, তার উপরে প্রতিবন্ধী হওয়ায় অন্য কোন কাজও করতে পারছিনা। মাষ্টার্সে পড়ুয়া দুটি সন্তান নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে আমার ।

ছবি : চিত্রশিল্পী বিনয় কুমার রায় এর ফাইল ছবি
এদিকে বর্তমান করোনা মহামারীর কারনে ঘর হতেও বাহির হতে পারছিনা যে একটি কাজ জোগার করে নেব। তাছাড়া সরকারী কোন ত্রাণও পাই নাই। তাই বর্তমান সরকার,উপজেলা প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে আমার আরজি আমরা যারা হাতে কলমে আর্টের কাজে নিয়োজিত ছিলাম অনুগ্রহ করে আমাদের প্রতি আপনাদের সুদৃষ্টি দেয়ার। আমাদের জন্য বিকল্প কোন কাজের সন্ধান ও সহযোগিতার হাত বাড়ালে আমার মতো হাজারও শিল্পীর জীবন নতুন ধারায় আবর্তিত হবে।
তিনি আরও জানান আমার দুটি সন্তান। একটি ছেলে ও একটি মেয়ে। তারা দুজনই বর্তমানে মাষ্টার্সে অধ্যায়ন করছে। তাদের পড়াশোনার খরচ বহন করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। ৪ শতক জমির উপর বাড়িটি ছাড়া আমার আর কোন জমিজমা নেই যা থেকে আয় করে সংসারের খরচ বহন করবো। তাছাড়া নেই কোন একটি সরকারী প্রতিবন্ধী ভাতার কার্ডও। পৌরসভার ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলীর কাছে একটি প্রতিবন্ধী ভাতার কার্ডের আবেদন করেছি। তিনি আশ্বস্ত করেছেন কার্ড দিবেন । কার্ড হলে জানাবেন তিনি ।এমতাবস্থায় সন্তানদের কোন একটা চাকুরী না হওয়া পর্যন্ত সংসারের হাল ধরা এই প্রতিবন্ধী বাবার জীবন দুর্বিষহ হয়ে পড়ার আশংঙ্কা বিরজমান।