মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষকদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকালে ইউনিয়ন হল রুমে চেয়ারম্যান হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।
এসময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা ও মতামত বিষয়ে জানতে সকল কৃষকের বক্তব্য শুনেন এবং সকল সমস্যা সমাধান ও সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল সরকার, উপজেলা কৃষকলীগের আহবায়ক মুজিবুর রহমানসহ স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ।