চুনারুঘাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ২০ হাজার টাকায় রফা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম্য প্রধানরা ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীকে ২০ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছেন অভিযুক্ত যুবককে।
এর আগে ধর্ষনের শিকার হয়ে গতকাল সোমবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন ওই ছাত্রী।
ধর্ষিতা কলেজ ছাত্রী দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের ফান্ডাইল গ্রামের ছগির চৌধুরীর পুত্র ও চুনারুঘাট কলেজের আইএ ২য় বর্ষের ছাত্র ফাহাদ চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো তার।
প্রেমের সম্পর্কের সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করত এরা। সম্প্রতি প্রেমিক ফাহাদ চৌধুরীকে বিয়ের জন্য চাপ দিলে কৌশলে ওই তরুণীকে এড়িয়ে যায় ফাহাদ।
পরে কোন উপায়ন্তর না পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার বজলু ও গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ভিংরাজ মিয়ার মধ্যস্থতায় প্রেমিক ফাহাদ চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ভিংরাজ মিয়া দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে।
প্রেমিক ফাহাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শালিসে ছেলে পক্ষের লোক চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার বজলু ও ছিলেন।
চুনারুঘাট পৌরসভার সাবেক কমিশনার বজলু জানান, ধর্ষনের কোন ঘটনা না থাকায় ছেলেকে ২০ হাজার টাকা জরিমানা করার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ জানান, এ রকম কোন বিষয় চুনারুঘাট থানা পুলিশের জানা নেই। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।