চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে করোনাভাইরাসের মহামারিতে কর্মহীন ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন মাঠে ত্রান ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার জালাল সরকার, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম, লিজন আহমেদ প্রমুখ।
এ সময় ২০ জন করোনা রোগীর পরিবার কে ৫ হাজার করে নগদ টাকা ও ১০০ জন ত্রানসামগ্রী প্রদান করা হয়।