নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১০নং মিরাশি ইউনিয়নে নবগঠিত করোনা সেচ্ছাসেবী টিমের উদ্যোগে মহামারি করোনাভাইরাস কে কেন্দ্র করে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি পালনের লক্ষে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ী গন। জানা যায় আজ ২৬জুন ১০নং মিরাশি ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী গন সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি পালনের লক্ষে স্থানীয় সেচ্ছাসেবী টিমের উদ্যোগে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বিকাল ৪টার পরে বন্ধ করে নেন। যা সকল মহলে প্রশংসনীয় হিসাবে গ্রহণ পেয়েছে।
এ নিজে স্থানীয় ব্যবসায়ী গনের সাথে কথা হলে তারা জানান, করোনা মোকাবেলায় আমরা তাদের কথা মেনে বিকাল ৪ টার পরে দোকানপাট বন্ধ করেছি। আমরা খুব খুশি তারা এই পদক্ষেপ নেওয়ায়,আমরা বাঁচবো এবং মানুষকেও বাঁচাবো। এই করোনা স্বেচ্ছাসেবক টিমকে আমরা সহযোগিতা করবো।
এ বিষয়ে সেচ্ছাসেবী টিমের প্রতিনিধি রিপন আহমেদের সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিন ৪ টার পরে ইউনিয়নের জায়গায় জায়গায় তারা করোনা প্রতিরোধে সচেতনতা মূলক নির্দেশনা দিচ্ছেন। মানুষকে ঘরে রাখতে যা যা প্রয়োজন তা তারা করছেন। এবং এটা চলমান থাকবে।