আবেদ আলী ।। হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
চুনারুঘাট উপজেলায় নতুন করে (৬ জুন) আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চুনারুঘাট উজেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৫৫ জন।
তবে নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ১ জনেই অপরিবর্তিত রয়েছে। সুস্থতার সংখ্যাও বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন।