শুভ মিয়া : হবিগঞ্জের চুনারুঘাট হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল আহাদ ও ডাঃ এম এ লতিফ করোনায় আক্রান্ত হন।
ডাঃ এম এ লতিফের স্ত্রী কানিজ ফাতেমা সুমি (২৮) ও তার ছেলে সাজিদুল ইসলাম সোহান (৮) আক্রান্ত হয়। তাদের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় শনিবার দুপুরে চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ফাতেমা হক তাদের কে ছাড়পত্র প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ২১ মে ডাঃ মোঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ সহ তার স্ত্রী, সন্তানের করোনা পজিটিভ আসে। ডাঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ বলেন প্রথমে প্রচন্ড ভীতি কাজ করলেও শেষ পর্যন্ত করোনা তাদের কাছে হার মেনেছে। ডাঃ এম এ লতিফ স্বপরিবারে চুনারুঘাট হাসপাতাল কোয়াটারে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
এদিকে ডাঃ মোঃ আব্দুর আহাদ তার হবিগঞ্জ শহরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তারা করোনাকে জয় করেন।