চুনারুঘাটে করোনা জয় করলেন ২ চিকিৎসক সহ ৪ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020

চুনারুঘাটে করোনা জয় করলেন ২ চিকিৎসক সহ ৪ জন

Link Copied!

শুভ মিয়া :  হবিগঞ্জের চুনারুঘাট হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল আহাদ ও ডাঃ এম এ লতিফ করোনায় আক্রান্ত হন।

ডাঃ এম এ লতিফের স্ত্রী কানিজ ফাতেমা সুমি (২৮) ও তার ছেলে সাজিদুল ইসলাম সোহান (৮) আক্রান্ত হয়। তাদের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় শনিবার দুপুরে চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ফাতেমা হক তাদের কে ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২১ মে ডাঃ মোঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ সহ তার স্ত্রী, সন্তানের করোনা পজিটিভ আসে। ডাঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ বলেন প্রথমে প্রচন্ড ভীতি কাজ করলেও শেষ পর্যন্ত করোনা তাদের কাছে হার মেনেছে। ডাঃ এম এ লতিফ স্বপরিবারে চুনারুঘাট হাসপাতাল কোয়াটারে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

এদিকে ডাঃ মোঃ আব্দুর আহাদ তার হবিগঞ্জ শহরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তারা করোনাকে জয় করেন।

চুনারুঘাট সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়