তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণে শাহানুর মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ মার্চ সোমবার সকালে তিনি মারা যান। তবে স্থানীয়রা ধারণা করছেন সম্প্রতি দেশে ছড়িয়ে পরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শাহানুর পানছড়ি আশ্রয়ণের মৃত মোহাম্মদ আলীর পুত্র। তার মারা যাওয়ার খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিবারের সবাইকে হোমকোয়ারেন্টাইনে থাকাসহ খুবই সতর্কতার সাথে লাশ দাফন করার নির্দেশ প্রদান করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ জানান, খবর পাওয়ার পর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সবাইকে নিরাপদে সীমিত চলা-ফেরা করার নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় মেডিকেল টিম পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। রেজাল্ট পাওয়া গেলেই বিস্তারিত জানা যাবে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, মৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিছু করোনার উপসর্গ স্থানীয়দের সন্দেহজনক হলে পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সবাইকে নিরাপদে চলার পরামর্শ দেয়া হয়েছে।
শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার জানান, শাহানুরের পরিবারের সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেয়া হয়েছে। দাফনের সময় খুব কম সংখ্যক লোকজন থাকতে বলা হয়েছে। মেডিকেল বোর্ডের ফলাফল আসলে পুরোপুরি জানা সম্ভব হবে।