চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় করোনা আক্রান্ত শিশু আভাস তন্তবায় (৫) শনিবার (২৫এপ্রিল) সন্ধ্যায় সিলেটের শহীদ শাসছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন,চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোজাম্মেল হোসেন। গত (২৪ এপ্রিল) শুত্রুবার রাত সাড়ে ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে হসপিটালে তার বাবা চা শ্রমিক অভিষেক তন্তবায় ও শিশুর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

ছবি : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু আভাস তন্তবায় এর ফাইল ছবি
ঘটনা সূত্রে জানা যায়, চা শ্রমিক অভিষেব তন্তবায় তার ছেলেকে ক্যান্সারের চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে যান,পরে ঢাকা থেকে ফিরলে তাদের করোনা লক্ষণ দেখা দিলে করোনা টেস্ট করান,টেস্ট রিপোর্টে তাদের করোনা দরা পড়ে। তারা চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানে বসবাস করেন। এই করোনা আক্রান্ত মৃত্যুতে চুনারুঘাটে প্রথম মৃত্যু এবং হবিগঞ্জ জেলাও এটাই প্রথম মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় মোট আক্রান্ত ৪৭ জন রয়েছে।