চুনারুঘাটে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবাসী গ্রুপের চেক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবাসী গ্রুপের চেক বিতরণ

Link Copied!

 

ফরিদ উদ্দিন মাসউদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রবাসী গ্রুপের উদ্যোগে আজ দুপুরে চুনারুঘাট বড়াইল বালিকা মাদ্রাসায় অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচের জন্য একটি চেক প্রদান করা হয়।

প্রবাসী গ্রুপের চুনারুঘাটের কৃতিসন্তান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাতার প্রবাসী নুরুল কালাম আজাদ দরবেশ ও সিনিয়র সহকারী সদস্য সচিব চুনারুঘাটের কৃতিসন্তান, সৌদি প্রবাসী মীর মকছুদ আলীর যৌথ অর্থায়নে এ অনুদান দেয়া হয়।

এ সময় মাদ্রাসার এতিম অসহায় ছাত্র-ছাত্রীদসহ মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আলহাজ্ব আবু তাহিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ছিলেন।

 

ছবি: এতিম ছাত্র-ছাত্রীদের প্রবাসী গ্রুপের চেক বিতরণ

 

এ সময় প্রবাসী গ্রুপের পক্ষে অনুদানের চেক প্রদান করেন প্রবাসী গ্রুপের শুভাকাংখী সদস্য চুনারুঘাট সাংবাদিক সমিতির সেক্রেটারী মুনিরুজ্জামান তাহের, প্রবাসী গ্রুপের যুগ্ম আহ্বায়ক সিঙ্গাপুর প্রবাসী মোঃ আবুল খায়ের, প্রবাসী গ্রুপের চুনারুঘাটের শুভাকাংখী সদস্য মিজানুর রহমান চৌধুরী মাসুক, প্রবাসী গ্রুপের চুনারুঘাটের শুভাকাংখী সদস্য মীর মোহাম্মদ আলী প্রমুখ।